মহসীন উদ্দিন: নারী বিষক সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া ইসলামবিরোধী উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব এবং ওই কমিশন বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই ইস্যুসহ আরো চার দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে সংগঠনটি।
সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেয়া হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।
এর আগে সেখানে হেফাজতের কেন্দ্রীয় মজলিসে আমেলা তথা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
প্রেস ব্রিফিংয়ে আল্লামা সাজিদুর রহমান বলেন, কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিকে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ করার বিষয়ে ঐক্যমত্য হয়েছেন সবাই। সেখানে বেশ কিছু দাবি জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মহাসমাবেশে যেসব দাবি তুলে ধরা হবে সেগুলো উল্লেখ করে আল্লামা মামুনুল হক বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদের আমলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্ত্বরের সমাবেশের ঘটনাসহ নানা সময়ে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।