স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে লিড নেয় জিম্বাবুয়ে। তাদের ইনিংস থামল ২৭৩ রানে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে ক্রেইগ আরভিনের দল। তাদের অলআউট করতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার।
আগের দিনের ৬৭ রানে নিয়ে খেলতে নামা দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কুরানকে সাজঘরে ফেরান নাহিদ। কুরান ৫৫ বলে ১৮ ও ব্রেনেট ৬৪ বলে ৫৭ রান করে আউট হন।
এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন আরেক পেসার হাসান মাহমুদ। ১২ বলে ২ রান করা নিক ওয়েলচকে সাজঘরে ফেরান তিনি। এরপর ক্রেইগ এরভাইন ও শন উইলিয়ামস মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।
তবে দলীয় ১২৯ রানে ফের জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান জিম্বাবুয়ের অধিনায়ক। এরপর ক্রিজে আসা ওয়েসলি মাধেভেরেকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন উইলিয়ামস।