পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রেল ব্লকেড’ কর্মসূচি শিথিল করেছে। আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকের পর নতুন সিদ্ধান্ত নিবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে এতথ্য জানা গেছে।
ছয় দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ‘রেল ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়ে সড়ক ছেড়েছেন ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। এই ঘোষণা দিয়ে প্রায় আট ঘণ্টা পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।
জুবায়ের বলেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেননি। তাই দাবি পূরণের আশ্বাস দিতে না পারায় এবং কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে একযোগে সড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচি দেয়া হয়েছে।