যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ছোট বিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। এ সময় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কলাম্বিয়া কাউন্টিতে একটি প্রাইভেট বিমান অবতরণের সময় ভূপাতিত হয়েছে। এ সময় বিমানে ছয় আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিতসুবিশি এমইউ-২বি মডেলের এই বিমানটি কোপাকে শহরের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিমানটি উচ্চগতিতে মাটিতে আছড়ে পড়ায় যাত্রীদের উদ্ধারের কোনো সুযোগই ছিল না।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রতিনিধি টড ইনম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, বিমানটি সম্পূর্ণ বিকৃত ও মাটির মধ্যে প্রায় গেঁথে গিয়েছিল। এটি অত্যন্ত দ্রুতগতিতে ভূপাতিত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার ৬ জনের মধ্যে কোনো জীবিত ব্যক্তি নেই বলে নিশ্চিত করা হয়েছে। নিহতদের তালিকায় রয়েছেন এমআইটি স্নাতক জেমস স্যান্টোরো, সাবেক এমআইটি ফুটবলার ও ২০২২ সালের এনসিএএ নারী বর্ষসেরা কারেননা গ্রফ, তার বাবা স্নায়ুবিজ্ঞানী ড. মাইকেল গ্রফ, মা ইউরোগাইনোকোলজিস্ট ড. জয় সাইনি, ভাই জ্যারেড গ্রফ (সোয়ার্থমোর কলেজ গ্র্যাজুয়েট) এবং জ্যারেডের সঙ্গী আলেক্সিয়া কুয়াউইটাস দুয়ার্তে।