মহসীন কবির: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যার আভিযোগে শেখ হাসিনাসহ জড়িতদের বিচার শুরু হবে।
কাতারভিক্তিক গণমাধ্যম আল-জাজিয়াকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। রোববার (২৭ এপ্রিল) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

তিনি বলেন, পতিত সরকারের নেতা-কর্মীদের লুটপাটসহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি ও দেশটির প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে।
এ সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন, সংস্কার, পতিত শেখ হাসিনার সরকারের অনিয়ম দুর্নীতির বিচারসহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেয়ার পাশাপাশি বিমসটেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহবান জানানোর কথাও জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী বলে সামজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা দেয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণ নামের হাজার হাজার কোট টাকা পাচার করা হয়েছে।