পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টা মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ তাদের কাছে আছে। বুধবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এতথ্য জানিয়েছে।
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের একটি পর্যটন স্থানে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানিদের হাত থাকার দাবি করেছে ভারত। যদিও এই ঘটনার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তান।