শুক্রবার (১১ এপ্রিল) ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের নেতারা। আয়োজনে ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ থাকছে। ১৫০ জন শিল্পী অংশ নেবেন এবারের আয়োজনে।
বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে প্রস্তুত ছায়ানট। বরাবরের মতোই পহেলা বৈশাখের সকালে রমনা বটমূলে আয়োজিত হবে প্রতিষ্ঠানটির বর্ষবরণ অনুষ্ঠান।
এদিকে, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সনজীদা খাতুনকে ছাড়া আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণের ৫৮তম আয়োজন। গত ২৫ মার্চ তিনি মারা যান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আমার মুক্তি আলোয় আলোয়’ প্রতিপাদ্যে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। বর্ষবরণের সূচনা হবে ভোরের আলো ফুটতে ফুটতেই রাগ ভৈরবীতে রাগালাপ দিয়ে। পুরো আয়োজনজুড়ে থাকবে নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মজাগরণের সুরবাণী।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ এবং জয়ন্ত রায়।
আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণপূর্ত অধিদপ্তর। স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপের সদস্যরা। মঞ্চসহ সার্বিক পরিকল্পনায় ছায়ানটের প্রাক্তনী স্থপতি সুজন চৌধুরী।
সংগঠনের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।