ক্রীড়া ডেস্ক: ফের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ক্রিকটোর তাওহীদ হৃদয়। শস্তি হিসাবে তিনি ৪ ম্যাচ খেলতে পারবেন না। শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হৃদয়।
মোট ৮ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় নতুন করে ৪ ম্যাচ নিষিদ্ধ হলেন এই ক্রিকেটার। আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের জার্সিতে খেলতে নামেন তাওহীদ হৃদয়। কিন্তু মাঠে নেমেই ফের শাস্তি পেতে হলো তাকে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রকাশ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন হৃদয়। এরপর মাথা নাড়িয়ে অসন্তোষ প্রকাশের ইঙ্গিত দেন তিনি। মূলত এই কারণেই শাস্তির মুখোমুখি হয়েছেন তিনি।