মহসীন কবির: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-র সংস্কার, দ্রুততম সময়ের মধ্যে ৪৪তম বিসিএসের ভাইভা, ও ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি পালন করছে কয়েকজন শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সাথে সংগতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরাসরি রাজুতে উপস্থিত হয়েছেন অনেকে।
শিক্ষার্থীদের দাবি পিএসসির যৌক্তিক দাবি আদায় করতে রাজপথে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেলিয়ে দিয়ে দমনের চেষ্টা করা হয়। যা নতুন বাংলাদের স্পিরিটের সাথে যায় না। ৪৬ তম বিসিএসে প্রশ্নপত্র ফাঁসের স্পষ্ট প্রমাণ থাকার পরেও দুবার ফলাফল দিয়ে এটাকে বৈধতা দেওয়া হচ্ছে- যা কাম্য নয়। দ্রুততম সময়ের মধ্যে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মানা না হলে অনশন কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানান তারা।
এসময় অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহ আলম বলেন, আমি ৪৪ তম বিসিএসের ভাইভায় প্রার্থী, ৪৫তম বিসিএসের লিখিত দিয়েছি এবং ৪৬ তম বিসিএসের লিখিত দিব। আমাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, পিএসসি’র সংস্কার। আমরা সবাই জানি ৪৬ তম বিসিএসের প্রশ্নফাঁস হয়েছে। প্রশ্নফাসেঁর সাথে জড়িত সবাই বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে স্বীকারোক্তি দিয়েছে। সুতরাং এ স্বীকৃত ঘটনার পরেও পিএসসি প্রথম ধাপে ১১ হাজার এবং পরবর্তী ধাপে ১১ হাজার শিক্ষার্থীকে উত্তীর্ণ করেছে।
একটি বিসিএসের রেজাল্ট একবার হয় কিন্তু পিএসসি দুবার ফলাফল দিলো কোন যুক্তিতে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, প্রশ্নফাঁস হয়নি বলে পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে। প্রশ্ন ফাঁস যদি না হয়ে থাকে তাহলে তারা দ্বিতীয়বার রেজাল্ট প্রকাশ করলো কেন? আমরা চাই প্রশ্নফাঁসের সাথে জড়িত সকলকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
আমরা চাই একটি ফ্রেশ টেবিলে বসে বিসিএস পরীক্ষা দিতে এবং ভবিষ্যতে যেন আর এরকম জটিলতা সৃষ্টি না হয়। অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ শিক্ষাবর্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল করিম বলেন, আমরা পিএসসির সংস্কার চাই। আর প্রশ্নফাঁসের পরেও কেন ৪৬ তম বিসিএস এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার জবাবদিহি চাই। আমরা চাই কোন সংশয় না রেখে স্বচ্ছতা দেখানো হোক। দাবি আদায় না হলে তারা এ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তিনি।