স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন বেশ হুমকি-ধামকি দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ রবিবার মাঠে তার ছিটেফোঁটাও দেখাতে পারল না বাংলাদেশ। জৌলুস হারানো জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে লজ্জা পাওয়ার দিনে বল হাতেও হতাশ হতে হয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করা বাংলাদেশকে এদিন ১৯১ রানেই গুঁড়িয়ে দেয় জিম্বাবুয়ে। এর আগে দেশের মাটিতে এত কম রানে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র তিনবার। জবাব দিতে নেমে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়েই ৬৭ রান তোলে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ওই রানেই দিনের খেলা শেষ করেন আম্পায়ার। প্রথম ইনিংসে রোডেশিয়ানরা পিছিয়ে মাত্র ১২৪ রানে।
সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেও দেখা গেল চেনা ব্যাটিং ব্যর্থতা। উইকেটে থিতু হয়েও উইকেট দিয়ে এসেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩২ রানে এই দুজনকে হারানোর পর তৃতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন মুমিনুল হক ও শান্ত। ৯৮ রানের মাথায় তৃতীয় ব্যাটার হিসেবে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক (৪০)।
বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। দলের হয়ে একমাত্র ফিফটি হাঁকানো মুমিনুল (৫৬) পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ১৩৬ রানে। দলীয় ১৪৬ রানের মধ্যে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও। তবে দলকে দুই শ রানের স্বপ্ন দেখাতে থাকেন জাকের আলি ও হাসান মাহমুদ। দুজনে মিলে গড়েন ৪১ রানের জুটি। দলীয় ১৮৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে হাসানের (১৯) পতনের পর বাকি ২ উইকেট হারাতেও সময় লাগেনি বাংলাদেশের। ১৯১ রানেই অলআউট হয় লাল-সবুজ জার্সিধারীরা। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন জাকের।

জিম্বাবুয়ের হয়ে বল করেছেন পাঁচ বোলার। তাদের মধ্যে রিচার্ড এনগারাভা ছাড়া সফল ছিলেন সবাই। ৩টি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা। ২টি উইকেট নিয়েছেন ভিক্টর নিয়াচি। আর ওয়েসলে মাধেভেরে ৩ ওভার বল করে ২ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
গতকাল বাংলাদেশ অধিনায়ক শান্ত জিম্বাবুয়ের শন উইলিয়ামসের খোঁচার জবাবে বলেছিলেন, নাহিদ রানার বল খেলতে ভুগতে হবে জিম্বাবুইয়ানদের। তবে আজ তেমন ধারই দেখাতে পারলেন না দীর্ঘদেহী এই টাইগার পেসার। ৪ ওভার ১ বল করেই দিয়েছেন ২১ রান। আতঙ্ক ছড়াতে পারেননি খালেদ আহমেদ কিংবা হাসান মাহমুদরাও। তাতে নির্বিঘ্নেই শেষ বিকেল পার করলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। বেনেট ৩৭ বলে ৪০ রান করে ও কারেন ৪৯ বলে ১৭ রান করে অপরাজিত আছেন।