ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ন্যূনতম লড়াই করতে পারল না জিম্বাবুয়ে। নাজমুল হোসেন শান্তদের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছে সফরকারী দল। তাদের হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে হেরেছিল ফিল সিমন্সের শিষ্যরা।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দাপুটে জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ। সেঞ্চুরির পর ৫ উইকেট নিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার। তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মিরাজ। এর আগে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান ও সোহাগ গাজী।

দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের জন্য যে করুণ পরিণত অপেক্ষা করছে সে আভাস পাওয়া যায় তাদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই। প্রথম ইনিংসে ২১৭ রানের লিড পায় বাংলাদেশ। ম্যাচে টিকে থাকার জন্য তাই দারুণ ব্যাটিং করতে হতো অতিথিদের। সেটা তো করতেই পারেনি, উল্টো বাজে ব্যাটিংয়ে লজ্জাজনক হারের সাক্ষী হলো তারা।
দুই ফিফটিতে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৬৭ রান করেন শন উইলিয়ামস। নিক ওয়েলসের ব্যাট থেকে আসে ৫৪ রান। বাংলাদেশের বল হাতে আলো ছড়ান তাইজুল ইসলাম। ৬০ রানে তার শিকার ৬ উইকেট।
জবাবে সাদমান ইসলাম অনিক ও মিরাজের জোড়া শতকে ৪৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ১২০ রান এনে দেন সাদমান। মিরাজের অবদান ১০৪ রান। প্রতিপক্ষের রান পাহাড়ের বিপরীতে বল হাতে দুর্দান্ত ছিলেন ভিনসেন্ট মাসেকেসে। ৫ উইকেট নেন এই স্পিানার। বিনিময়ে খরচ করেন ১১৫ রান।
২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১১১ রানে গুটিয়ে গেছে তারা। জিম্বাবুয়ের ১০ উইকেটের মধ্যে আটটাই নেন মিরাজ ও তাইজুল। ৫ ব্যাটারকে ফেরাতে ৩২ রান খরচ করেন আগেরজন। অন্যদিকে ৪২ রানে ৩ উইকেট নেন তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২২৭/১০ (৯০.১ ওভার); উইলিয়ামস ৬৭, ওয়েলস ৫৪, বেনেট ২১, কারান ২১; তাইজুল ৬/৬০, নাইম ২/৪২
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৪৪/১০ (১২৯.২ ওভার); সাদমান ১২০, মিরাজ ১০৪, মুশফিক ৪০; মাসেকেসে ৫/১১৫
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ১১১/১০ (৪৬.২ ওভার); কারান ৪৬, আরভিন ২৫; মিরাজ ৫/৩২
ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী