ডেস্ক রিপোার্ট: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাগুলোর মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই।
বুধবার দুপুরে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডিএমপির সার্কুলার স্থগিত করে এ আদেশ। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিনের দায়ের করা একটি রিটের শুনানিতে আদালত এ আদেশ দেন।
এর আগে গত ৯ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে একটি অফিস আদেশ জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।