ডেস্ক রিপোর্ট: দলের সাংগঠনিক গতি আরো বৃদ্ধির লক্ষ্যে পলিটিক্যাল কাউন্সিল ও নির্বাহী কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পলিটিক্যাল কাউন্সিলে নেওয়া সিদ্ধান্ত নির্বাহী কাউন্সিল সংশ্লিষ্টদের নিয়ে কার্যাকর করবে। পলিটিক্যাল কাউন্সিল ছয় মাস এবং নির্বাহী কাউন্সিল তিন মাস পরপর রিভিউ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দলের গুরুত্বপূর্ণ একজন নেতা আমাদের সময়কে বলেন, ‘এনসিপির ২১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি আছে। সিদ্ধান্ত গ্রহনের সুবিধার্থে আহ্বায়ক ও সদস্য সচিব, প্রথম সারির দশজন ছাড়াও আরো ৮ জনকে নিয়ে গঠন করা হবে পলিটিক্যাল কাউন্সিল। পলিটিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গঠন করা হবে নির্বাহী কাউন্সিল। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে একাধিক সেল হবে। সেই সেল প্রধানদের সমন্বয়ে এই নির্বাহী কাউন্সিল গঠন করা হবে। গতকাল শনিবার এনসিপি’র বাংলামটরের অস্থায়ী কার্যালয়ে চতুর্থ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। ‘পলিটিক্যাল কাউন্সিল’ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস পর এই কমিটি অবস্থা বিচারে নবায়ন, পূণর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভূক্ত করা হবে।
সভায়, দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই টিম আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়।
আগামী ২ মে, এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে একই দাবিতে ঢাকায় একটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।