অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে লুটেরা, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না। কারণ, আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ভিপি নূর এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ১/১১ এর সময়েও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছিলো। এটা ঠিক, কিছু রাজনীতিবিদের গ্রেফতারের পিছনে সরকারের একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেফতার করা হয়েছিলো তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, দখল, চাঁদাবাজি, অর্থ পাচার, কর ফাঁকির সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিলো। অন্যদিকে ৫ আগস্টের অভ্যুত্থানের পর বলতে গেলে ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ লুটেরা, অর্থ পাচারকারীদের গ্রেফতার করা তো হয়ইনি; বরং অনেককে সেইফ এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো, সম্পদের মালিকানা পরিবর্তনেও সহযোগিতা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারো বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি।