তাহমীদ: মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া। গানটির সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। গানটির মিউজিক ভিডিও শিগগির ‘খালিদ সংগীত’-ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ‘মাহবুবুল এ খালিদ’ থেকে প্রকাশ হবে।
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। ইতোমধ্যেই তার লেখা ৫ শতাধিক গান ‘খালিদ সংগীত’ ব্যানারে প্রকাশিত হয়েছে। তার লেখা বেশিরভাগ গানে গীতিকার নিজেই সুরারোপ করেছেন। নির্যাতিত ও হত্যার শিকার মানুষদের নিয়ে মাহবুবুল খালিদের লেখা আরও অনেক গানের মধ্যে রয়েছে ফেলানী, আদুরী ইত্যাদি।