ডেস্ক রিপোর্ট: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশ একটি দরিদ্র দেশ নয়, এটি একটি অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ। এদেশে রাষ্ট্রভাণ্ডার শূন্য করে দিলেও সেটাকে চুরি বলা হয় না। গতকাল শনিবার রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে ‘বাংলাদেশে পিএফএএস দূষণ ও জনস্বাস্থ্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
আমাদের দেশের যথেষ্ট সম্পদ থাকলেও সেই সম্পদের ব্যবস্থাপনা করাটাই সংকট বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, পানি ও মাটি ভয়াবহভাবে দূষিত হলেও তা নিয়ে কার্যকর ব্যবস্থা নেই। আমাদের দেশের মানুষ এখনও আর্সেনিকযুক্ত পানি পান করছে। সরকারের দায়িত্বভারে থাকা সংস্থাগুলোর মধ্যে নীতিমালার বাস্তবায়নে দূরদৃষ্টি ও সক্ষমতার অভাব রয়েছে। সভায় তিনি পরিবেশ রক্ষায় সরকার ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, অন্তর্বর্তী সরকারের দরজা সবার জন্য খোলা। টাস্কফোর্স গঠন করে আপনাদের প্রস্তাব নিয়ে আসুন।
জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার হিউবার্ট বোম, ধরিত্রী রক্ষায় আমরা’র (ধরা) সহ-আহ্বায়ক এমএস সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাখাওয়াত হাসান জীবন এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।