ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
আফতাবনগরের স্থানীয় বাসিন্দা আযাদ আলীর করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আনোয়ার হোসেন ও মোহাম্মদ আলী খান। আইনজীবী আনোয়ার হোসেন বলেন, হাইকোর্ট ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত এবং হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন।