ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আগামী অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে তারা এশিয়া এবং আফ্রিকা মহাদেশ সফর করবে। তিনটি দেশে সব মিলিয়ে তারা খেলবে চারটি প্রীতি ম্যাচ। এমন খবর দিয়েছে আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ওলে।
ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর পর বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার আর চারটি ম্যাচ বাকি। আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। বাছাইপর্ব শেষে বিশ্বকাপের আগে আর খেলা নেই আর্জেন্টিনার। তাই এই সময়ে ফিফা উইন্ডো কাজে লাগাতে চাইছে লিওনেল স্কালোনির দল। তারই অংশ হিসেবে দুই মহাদেশ সফর করবে তারা।
আগামী অক্টোবরে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা দুটি ম্যাচ খেলবে। এরপর এরপর নভেম্বরে যাবে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায়। দেশটির স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে তারা স্বাগতিকদের বিপক্ষে খেলবে। এরপর ২০২২ বিশ্বকাপের সুখস্মৃতির স্থান কাতারে আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে চীন এবং কাতারে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে- সেটা এখনো নির্ধারিত হয়নি।