মহসীন কবির: ১৬ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে পুতুল রাষ্ট্র হিসেবে ভারতের কাছে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (৩ মে) সকালে রংপুরের পীরগাছা উপজেলার দেউতিতে যুবসমাজের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
এসময় আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের মানবিক ও নাগরিক মর্যাদার প্রশ্নে ভারত আধিপত্যবাদী মনোভাব দেখিয়েছে। তারা বাংলাদেশের মানুষকে মানুষ মনে করে না। অথচ এ দেশের মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে চায়, এ বার্তা ভারতের কাছে স্পষ্ট ছিল না। এখন দেশের মানুষ তাদের মর্যাদা ও অধিকারের প্রশ্নে একাট্টা হয়েছে।
তিনি বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে যখন দেশের মানুষ তাদের হারানো মর্যাদা ফিরে পেতে লড়াইয়ে নেমেছে, ঠিক তখনই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত। কোনো সীমান্তে অন্যায় হলে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষের যে ভূমিকা আমরা দেখেছি, সেটি প্রশংসনীয়। এটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শিক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অনন্য উদাহরণ।