জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ মিছিল বের করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (৪ মে) রাত ১০টার দিকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।
জানা গেছে, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের কাছে গিয়ে শেষ হতে পারে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে হামলার ঘটনার প্রতিবাদে কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।