তাহমীদ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের সাথে কাজ করতে রাশিয়া অপেক্ষা করছে। রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে তিনি একথা জানান।
রোববার (৪ মে) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু।
তিনি বলেন, যেসব দেশের সাথে অমীমাংসিত ইস্যু আছে সেসব দেশ বাংলাদেশের নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে কমফোর্ট মনে করে অপেক্ষা করছে। কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী।