ডেস্ক রিপোর্ট: চার মাস পর আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার দুই পুত্র বধূ- বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য জানান।
দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়াকে মানসিকভাবে দুর্বল করতে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বিনা ওয়ারেন্টে তারেক রহমানকে আটক করে সেনাসমর্থিত ওয়ান ইলেভেন সরকার। মিথ্যা-ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের নামে তার মেরুদন্ডের হাড় ভাঙ্গাসহ অমানবিক নির্যাতন চালানো হয়। তারেক রহমান কারাবন্দী থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করে সেনাসমর্থিত সরকার। কারাবন্দি থাকা অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনে দুই ভাই তারেক রহমান ও আরাফাত রহমান কোকো গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় ২০০৮ সালের ১৭ জুলাই আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয় কোকোকে। সঙ্গে যান তার স্ত্রী শর্মিলা রহমান এবং কোকোর দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ি গুরুতর আহত তারেক রহমানকে চিকিৎসার জন্য ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাজ্য নেওয়া হয়। সঙ্গে যান স্ত্রী ডা. জোবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।
যদিও আরাফাত রহমান কোকো পরে চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে সপরিবারে মালেশিয়া যান। পরে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান কোকো। এরপর তারেক রহমান ছোট ভাইয়ের স্ত্রী ও দুই মেয়েকে যুক্তরাজ্যে নিয়ে যান। তারা মাঝে মধ্যেই দেশে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। কিন্তু তারেক রহমানের পরিবার সেই থেকে যুক্তরাজ্যে। এই অবস্থায় দীর্ঘ প্রায় ১৭ বছর পর শ্বাশুড়ী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের মাটিতে পা রাখছেন ডা. জোবাইদা রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইনশাল্লাহ ম্যাডাম আগামী ৫ মে সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি যে, সঙ্গে উনার দুই বউ’মা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।’