মহসীন কবির: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দ্বিধায়, দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে চাই যে, আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
রোববার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস উপলক্ষ্যে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন হয়েছে এবং যে সমস্ত আইনকানুন দিয়ে আপনাদের আটকে রাখা হয়েছিল তার বিপক্ষে কিন্তু আমরা লড়াই করেছি, করছি এবং করবো। আমরা কখনো অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেয়া সমর্থন করবো না।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা আগের থেকে বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে ১৬ ধাপ আমরা এগিয়েছি। সমস্যা দেখা দেয় তখন, যখন দেখি কোনো কোনো সংবাদমাধ্যম গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আক্রমণ করে। কোনো কোনো জায়গায় দেখা যায় কোনো রাজনৈতিক গোষ্ঠীও এটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে। আমি জানি না একটি গণতান্ত্রিক মুক্ত সমাজে এটি কতটুকু গণতন্ত্রকে জারি রাখতে কাজ করে।
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্র বলতে বুঝি সব মানুষের কথা বলা, ভোট দেয়ার স্বাধীনতা। যে নিজে যেটায় বিশ্বাস করে সেটার সঙ্গে অন্যে যেটা বিশ্বাস করে সেটাকে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে। আমরা বলছি সংবাদপত্র যেটা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে বর্জন করা সব ঠিক আছে। কিন্তু সে প্রতিষ্ঠানকে উড়িয়ে দেয়া, তার ওপর মব জাস্টিস প্রয়োগ করা এগুলোকে আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না।