ডেস্ক রিপোর্ট: এ বছরের এপ্রিল মাসে দেশে ৩৩২ নারী ও মেয়েশিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১১১ জন। আর হত্যা করা হয়েছে ৭০ জনকে। বাংলাদেশ মহিলা পরিষদের এপ্রিল মাসের ‘নারী ও কন্যা নির্যাতন–বিষয়ক তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
রোববার (০৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিলে যে ৭০ জন নারী ও মেয়েশিশুকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে পাঁচ জনকে। যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন তিন জন। আর দুজন গৃহকর্মী। বাকি ৬০ জনকে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে।