ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার পেয়েছেন। ‘গাজায় শারীরিক ও মানসিক হত্যাকাণ্ড’ শীর্ষক প্রবন্ধের জন্য এ পুরস্কারে ভূষিত করা হয় তাকে। মার্কিন ম্যাগাজিন দ্য নিউ ইয়র্ক পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা নিবন্ধগুলোর জন্য এই পুরস্কার পান তিনি।
গত সোমবার ঘোষিত পুরস্কারে বলা হয়, গাজায় শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞ নিয়ে নিউ ইয়র্ক পত্রিকায় প্রকাশিত আবু তোহার প্রবন্ধগুলো যুদ্ধকালীন ফিলিস্তিনি অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবু তোহা লিখেছেন, ‘পুলিৎজার পুরস্কার জিতেছি। এটি আশা নিয়ে আসুক। একটি গল্প হয়ে থাকুক।’ তার এই মন্তব্য ফিলিস্তিনি কবি রিফাত আলআরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি বলেই মনে করছেন অনেকে। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় এক ইসরায়েলি হামলায় নিহত হন।
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করায় ২০২৩ সালে আবু তোহাকে আটক করেছিল ইসরাইলি সেনাবাহিনী। পরে তাঁকে মিসরে মুক্তি দেওয়া হয়। সেখান থেকে পরে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন।
যুক্তরাষ্ট্রে এসে দ্য নিউ ইয়র্ক পত্রিকায় সেই তিক্ত ও ভয়ংকর অভিজ্ঞতার কথা লিখতে শুরু করেন তিনি। এক নিবন্ধে তিনি লেখেন, ‘গত এক বছরে আমার স্মৃতির অনেক উপাদান যেমন- কোনো বস্তু, স্থান এমনকি বহু মানুষকে হারিয়েছি। গাজার প্রতিটি ধ্বংসস্তূপ একেকটি অ্যালবাম। যার পাতা ভর্তি শুধু মৃত মানুষের ছবি!’