রাজধানীর আফতাবনগরে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্রী। নিহত আজরাত সাদিয়া (২০) কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই তামজিদ নওশা জানান, সাদিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটন এলাকায়। বছরখানেক আগে তার বিয়ে হয়। তিনি রাজধানীর সবুজবাগের বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকি তাহমিদের সঙ্গে বসবাস করতেন।
ঘটনার দিন পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আফতাবনগর পাসপোর্ট অফিসে যান সাদিয়া ও তার ভাই তামজিদ। সেখানকার কাজ শেষে বড় বোনের বাসায় যাওয়ার উদ্দেশে একটি অটোরিকশায় ওঠেন তারা। গন্তব্য ছিল গুলশানের কালাচাঁদপুর।