মহসীন কবির: রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে আগুন লেগেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।