ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (০৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মি. মাতিও পিয়ান্তিদোসির সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইতালিতে অনেক বাংলাদেশি কাজ করেন। তাদের ভিসা এবং যাওয়া যেন সঠিক হয়, সেটি নিশ্চিত করার কথা বলেছেন। তারা আরও লোক নিতে চান। কারণ বাংলাদেশি কর্মীরা ইতালির ইকোনোমিতে ভূমিকা রাখছেন। পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ডের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে।’
তিনি বলেন, ‘ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী। বাংলাদেশিরা ভালো কাজ করে, কিন্তু লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। অনেকে অন্য দেশের ভিসা নিয়ে ইতালিতে যায়, এরকম যেন না হয়।’
রাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এরকম ঘটনা আগামীতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।