মহসীন কবির: চার ঘণ্টা পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় বহুতল ভবন সাব্বির টাওয়ারের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৪ মে) মধ্যরাতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ পরিচালক সালেহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পাই আমরা।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত কমিটি গঠন করা হবে, তারাই খুঁজে বের করবেন আগুন লাগার কারণ। এখন পুরোপুরি নির্বাপনের কাজ চলছে বলেও জানান তিনি।
এছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যায়নি। যদিও আগুন লাগার কারণ জানানো হয়নি।