ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনে দেওয়া অ্যাপ স্কাইপি অবশেষে তার পরিসমাপ্তির ঘোষণা দিয়েছে। আজ, ৫ মে ২০২৫, স্কাইপি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় ২২ বছর ধরে বিশ্বব্যাপী মানুষকে সংযুক্ত রাখার এই সফটওয়্যারটি আজ থেকে ইতিহাসের অংশ হয়ে থাকবে।
আ্যাপটির মালিক প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, ৫ মে, ২০২৫ থেকে আর ব্যবহার করা যাবে না স্কাইপি। এর বদলে মাইক্রোসফট টিমস নামের প্ল্যাটফর্মটিকে সামনে আনতে চায় প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট বলছে, যোগাযোগ সেবা উন্নত করার জন্যই তারা এ পদক্ষেপ গ্রহণ করেছে।
২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপি, এক সময় ছিল বিনামূল্যে ভয়েস ও ভিডিও কলের ক্ষেত্রে বিপ্লব সৃষ্টিকারী একটি নাম। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে স্কাইপির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছিল ৩০ কোটিরও বেশি। ফেইসটাইম বা জুম আসার অনেক আগেই স্কাইপি বদলে দিয়েছিল বিশ্বব্যাপী যোগাযোগের ধরন।
ব্যক্তিগত, পেশাদার, এমনকি আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগের জন্য স্কাইপি ছিল একটি নির্ভরযোগ্য মাধ্যম। পরিবার ও প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন গড়ার ক্ষেত্রে এটি বড় ভূমিকা পালন করে।