বিনোদন ডেস্ক: মাসখানেক আগে একটি শোতে হঠাৎ করেই কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিন পরই তিনি সুস্থ হন। সুস্থ হয়েই তিনি সংবাদ মাধ্যমকে জানালেন আগামী শুক্রবার কানাডার টরেন্টোর উদ্দেশে রওনা হচ্ছেন।
১৭ মে ‘বাংলাদেশ ফ্যাস্টিভ্যাল’-এর অষ্টম আসরে সংগীত পরিবেশন করবেন তিনি। এই ফেস্টিভ্যাল কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট। এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছেন সাবিনা ইয়ানসমিন। আরও থাকবেন অভিনেতা মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও তানজিকা আমিন।
‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর অষ্টম আসরে অংশগ্রহণ করা প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘ইনশা আল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ মে শুক্রবার কানাডার উদেশে রওনা হব। কানাডার টরেন্টোতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেস্টিভ্যালের অষ্টম আসরে অংশগ্রহণ করব। আশা করছি অনুষ্ঠানে আগত সবার সঙ্গে দেখা হবে।
সবার সঙ্গে গল্প হবে, কথা হবে এবং গানতো হবেই। আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি সেখানকার এই আয়োজনে সবার সঙ্গে দেখা হওয়ার এবং গানে গানে সবাইকে মুগ্ধ করার। ধন্যবাদ আয়োজকদেরÑ আমাকে এই ফ্যাস্টিভ্যালে নিমন্ত্রণ করার জন্য।’ ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদুল ইসলাম মিন্টু জানান, এর আগেও সাবিনা ইয়াসমিন একবার এই ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করেছিলেন। কানাডা সফর শেষে আগামী ২৫-২৬ মে সাবিনা ইয়াসমিনের দেশে ফেরার কথা রয়েছে।