নোয়াখালী: ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। রোববার (৪ মে) সকাল ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত মাইজদী কোর্ট স্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় আন্দোলনকারীরা সোনাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনটির সামনে লাল পতাকা হাতে নিয়ে অবস্থান নিয়ে ট্রেনটি অবরোধ করে রাখে। পরে প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর আগামী ১০ দিনের মধ্যে দাবিকৃত নতুন ট্রেন দেয়ার আলিটমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় তারা।