সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হোসেন মিয়া (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে এই ঘটনা ঘটে।
নিহত হোসেন উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক হোসাইন (১৮) একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ও অভিযুক্ত দুইজনই বন্ধু ও প্রতিবেশী। ঘটনার দিন বিকেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে হোসাইন তার কাছে টাকা চায়। হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে হোসাইন ছুরিকাঘাত করে। হোসেনের পেটে একটি এবং গলায় দুটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।