কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়িতে ফুলশয্যার রাতে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নববধূর পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাতের মেহেদীর রং না শুকাতেই স্বামীর মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন নববধূ লাভলী আক্তার (২০)।
বৃহস্পতিবার (০১ মে) রাত ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. খালেকুজ্জামান ডিউক (৫৫) ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে এবং উপজেলার রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ায় উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের তালাকপ্রাপ্তা মেয়ে লাভলী আক্তারের সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রধান শিক্ষক খালেকুজ্জামান ডিউক। বৃহস্পতিবার সারাদিন দুই পরিবারের আত্মীয়স্বজনদের মধ্যে আপ্যায়নসহ নানা আনন্দ ও উৎসব চলছিল। বরের বাড়িতে আত্মীয়স্বজনদের খাওয়া-দাওয়াও শেষ অনেকেই বিদায় নিয়েছেন। রাত ১২টার দিকে নববধূর সাজে সজ্জিত লাভলী আক্তার বাসর ঘরে বরের জন্য অপেক্ষা করছিলেন। আত্মীয়স্বজনদের বিদায় দিয়ে বাসর ঘরে প্রবেশ করেন বর খালেকুজ্জামান ডিউক। নববধূ লাভলী আক্তারের কাছে এক গ্লাস পানি চান তিনি। লাভলী আক্তার স্বামীর জন্য পানি আনতে গেলে হঠাৎ চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যান বর খালেকুজ্জামান ডিউক। পানি নিয়ে এসে বরকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন নববধূ লাভলী আক্তার। পরে বাড়ির লোকজন এসে বর ডিউককে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, আমাদের সহকর্মী খালেকুজ্জামান ডিউক প্রায় ১৮ বছর আগে প্রথম বিয়ে করেন। তার পূর্বের স্ত্রী জান্নাতি আক্তার মুক্তা। তার ঘরে ১ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ায় বৃহস্পতিবার তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। কে জানতো বিয়ের রাতেই তার মৃত্যু হবে। ঘটনাটি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল জানান, নিয়তির ওপরে তো কারো হাত নেই। তবে এমন হৃদয় বিদারক ঘটনা খুবই কম দেখা যায়। বাসর রাতেই স্ত্রী বিধবা! খুবই কষ্টদায়ক ঘটনা। শুক্রবার বিকাল ৩টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।