আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি সেনার হাতে বিএসএফ জওয়ান আটক হয়েছে। সেনা সূত্রে খবর, ভুল করে পঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে পাকসেনা। ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাকসেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে বিএসএফ। আনন্দবাজার এতথ্য জানিয়েছে।
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন। তা নিয়ে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। এরমধ্যে পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হন বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিংহ।
সেনা সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার ঘটেছে। ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে কর্মরত ছিলেন পিকে সিংহ। ভুল করেই তিনি সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন।