আন্তর্জাতিক ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাহালগামে পর্যটকদের একটি দলের ওপর ওপর হামলা হয়েছে। এতে অন্তত ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পাহালগামের বাইসরন উপত্যকায় এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার পরপরই আহতদের হাসপাতালে নিতে সামরিক বাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়।
এএফপি জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক মানুষের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছে। হামলাটি হয়েছে পাহালগামে, যা সড়কপথে প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।
এ ঘটনার পর সৌদি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন এবং তাকে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। অমিত শাহ দ্রুতই ঘটনাস্থলে যাবেন এবং সব সংস্থার সঙ্গে জরুরি পর্যালোচনা বৈঠকে বসবেন।
অবশ্য হামলার খবর পেয়েই অমিত শাহ দিল্লিতে তার বাসভবনে বৈঠকে বসেন। যেখানে গোয়েন্দা প্রধান তপন ডেকাসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া তিনি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেছেন।
হামলার পর সেখানে অপরাধীদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে জানিয়ে মনোজ সিনহা বলেন, পাহালগামে এই নৃশংস হামলায় জড়িতদের চরম মূল্য দিতে হবে।
হামলার পর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এএফপিকে কমপক্ষে ২৪ জন হওয়ার তথ্য জানান। তবে এই সংখ্যা এখনো আনুষ্ঠানিক নয়। প্রথমদিকে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর জানা গিয়েছিল।