স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন ফেদে ভালভার্দে।
আগের দিন সেল্টা ভিগোকে হারিয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে যায় বার্সেলোনা। এবার বিলবাওয়ের বিপক্ষে জিতে চিরপ্রতিদ্বন্ধীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ফের চারে নামিয়ে আনল রিয়াল। ৩২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। তিনে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের নামের পাশে শোভা পাচ্ছে ৬৩ পয়েন্ট।
আর্সেনালের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে বিদায় নিয়েছে রিয়াল। এরপর প্রথমবারের মতো লিগ ম্যাচে মাঠে নেমে প্রথমার্ধে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি স্বাগতিকরা। যদিও বিরতির পর খোলস পাল্টে বিলবাওয়ের ওপর আক্রমণের ঝড় বইয়ে দেয়। এরপরও মিলছিল না গোলের দেখা। অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্বস্তি ফেরে বার্নাব্যুতে। সফরকারী দলের খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সে বল পেয়ে যান ভালভার্দে। এরপর দারুণ এক ভলিতে জালে বল জড়ান তিনি। তাতেই পূর্ণ ৩ পয়েন্ট পায় রিয়াল।