ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সরকার ডাক ও টেলিযোগাযোগ খাতে গত ১৫ বছরে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা চিহ্নিত করে একটি স্বচ্ছ ও তথ্যভিত্তিক স্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টাস্কফোর্স গঠন করেছে। ২০ এপ্রিল জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোসাব্বের উদ্দিন আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ, বুয়েটের অধ্যাপক ড. লুতফা আক্তার, টেলিকম বিশেষজ্ঞ ও বিডিরেন এর সিটিও ফিদা হক, এবং প্রযুক্তি উদ্যোক্তা ও সূর্যমুখী লিমিটেদ এর সিইও এখলাস উদ্দিন আহমেদ। গবেষণা সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আজহার উদ্দিন।
টাস্কফোর্সের কার্যপরিধির মধ্যে থাকবে, জনবল নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম পর্যালোচনা, নীতিগত বৈষম্য ও ব্যবস্থাপনার ঘাটতি চিহ্নিতকরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা যাচাই, লাইসেন্স ব্যবস্থাপনায় জবাবদিহিতা বিশ্লেষণ, সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনার স্বচ্ছতা মূল্যায়ন। টেলিকম শাখা টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা প্রদান করবে। সদস্যদের প্রতিটি সভার জন্য বিধি অনুযায়ী সম্মানী প্রদান করা হবে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে গঠিত এই টাস্কফোর্সের কার্যক্রম অবিলম্বে কার্যকর হবে। সরকারের এই উদ্যোগকে টেলিকম খাতে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।