তাহমীদ: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল যুবক। ‘বাংলাদেশ সংস্কার আন্দোলন’ ব্যানারে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে এই কর্মসূচি চালিয়ে আসছেন তারা।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আন্দোলনকারীরা জানান, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যা পেয়েছে সেখানে দরকার আমূল সংস্কার এবং এই সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান তারা।
এই অবস্থান কর্মসূচি আগামী এক সপ্তাহ চলবে বলে জানানো হয়। এরপর দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে বসার কথাও উল্লেখ করেন আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা পাঁচটি দাবি জানান। এগুলো হলো- অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে জুলাইয়ে চলা গণহত্যার বিচার করতে হবে, আগামী ৫ বছর কোনো নির্বাচন হবে না, আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন দিতে হবে, নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হবে এবং বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসরদের অপসারণ করতে হবে।