খেলা ডেস্ক: লিওনেল মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো। বাবার কারণে তো বটেই, নানা সময়ই ফুটবল ঝলক দেখিয়ে আলোচনায় উঠে আসেন তারা। সম্প্রতি ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল, ফুটবলীয় প্রতিভায় কে সেরা? সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিলেও তাদের গুণ সম্পর্কে বর্ণনা করেছেন মেসি।
বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা মেসি বলেছেন, ‘তারা (ছেলেরা) সারা দিন বল নিয়েই থাকে। তাদের সঙ্গ আমিও উপভোগ করি। তারা প্রতিদিন অনুশীলন করে, লড়াই করে এবং ম্যাচ খেলে। তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারা খুবই সরল। আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে, “তুমি তার নাম বললে কেন।” তাই নামটা আমি নিজের কাছেই রাখি। তবে তিনজনই বেশ আলাদা।’
মেসি-আন্তোনেল্লা রোকুজ্জোর প্রথম সন্তান থিয়াগো। ১২ বছর বয়সী এই সন্তানকে নিয়ে মেসির ভাষ্য, ‘থিয়াগো ভাবুক, সংগঠক এবং একজন মিডফিল্ডার।’ তাদের দ্বিতীয় ছলে মাতেওর আগামী সেপ্টেম্বরে ১০ বছর হবে। ফুটবলীয় প্রতিভায় তাকেই বেশি দেখা যায়। তাকে নিয়ে মেসি বলেন, ‘মাতেও ফরোয়ার্ড, সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড়।’
সাত বছর বয়সী চিরো মেসি-রোকুজ্জোর কনিষ্ঠ সন্তান। তাকে নিয়ে মেসি বলেন, ‘চিরো আরও বিস্ফোরক। সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান অন খেলোয়াড়। সে নিজের খেলা তৈরিতে বেশি আগ্রহী।’
মেসির ছেলেরা ফুটবলে কাদেরকে অনুসরণ করে সে সম্পর্কে আর্জেন্টাইন জাদুকর বলেন, ‘তারা সব দেখে। সবাইকে জানে। তারা এমবাপ্পে, ভিনিসিউস, হলান্ড, লেভানডোফস্কি, লামিনের বিষয়ে কথা বলে। আশপাশের সবাইকে তারা অনুসরণ করে। তাদের মতো হতে চায় এমন না, তবে তারা সব জানে।’