সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিক মারা যান। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাস্থলেই অপর শ্রমিকের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লায় নির্মাণাধীন উল্লাপাড়া প্লাজায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, ‘উল্লাপাড়া প্লাজা’ নামে নির্মাণাধীন ওই ভবনের ৬ তলায় রশি দিয়ে ঝুলানো বাঁশের মাচায় বসে প্লাস্টার (পলেস্তারা) করছিলেন শ্রমিক মাসুদ রানা ও খাদেম আলী। এ সময় রশি ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। গুরুতর আহত খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।