অন্তর্জাতিক ডেস্ক: হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ হামলায় আরো শতাধিক মানুষ আহত হয়েছেন। এ হামলাকে সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে।
ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর এ হামলার লক্ষ্য হুথি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা। এ হামলায় ৩৮ জন নিহত ও ১০২ জন আহত হয়েছেন। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে পেন্টাগনের তরফে কোনো কিছু জানানো হয়নি।
হুথিদের বিরুদ্ধে গত মাসে বড় আকারের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, লোহিত সাগরের জাহাজে হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না।
সূত্র: রয়টার্স