রিয়াল মাদ্রিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা পোক্ত করলো আর্সেনাল। মিকেল আরতেতার আর্সেনাল প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকার পর বুধবার (১৬ এপ্রিল) বার্নাব্যুর ভয়কেও জয় করে ফেলল। ফিরতি লেগে আর্সেনাল জিতল ২-১ ব্যবধানে।
তাতে দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেল লন্ডনের ক্লাবটি। বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে থমকে যেতে হলো এখানেই।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিনিসিউস জুনিয়রের ক্রসে জাল খুঁজে পান কিলিয়ান এমবাপে, তবে স্পষ্ট অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়ে যায়। পরের মিনিটে আবারও বাঁ দিক থেকে আক্রমণ সাজান ব্রাজিলিয়ান তারকা, তবে এবার এমবাপেকে ডি-বক্সে খুঁজে পেতে ব্যর্থ হন তিনি।
এরপরের চার মিনিটে দুটি দারুণ সুযোগ তৈরি করে আর্সেনাল। প্রথম লেগে দুর্দান্ত খেলা বুকায়ো সাকা দুটি শট নেন- প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও, দ্বিতীয়টি কর্নারে পাঠাতে ঝাঁপিয়ে পড়েন থিবো কোর্তোয়া।