দাম বাড়ানোর একদিন না যেতেই
সয়াবিন ও পামতেলে বাজার বাজার সয়লাব হয়ে গেছে। দাম বাড়ানোর একদিন পরই তেলে বাজার সায়লাব হয়ে যায়। রাজধানীর প্রতিটি দোকানে দেখো গেছে সয়াবিন তেল।
যদিও অতিরিক্ত দামে ক্ষুব্ধ ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারকে জিম্মি করে দাম বাড়ানো ঠিক হয়নি। তাই গুটিকয়েক কোম্পানির উপর নির্ভরতা কমিয়ে আমদানিকারকের সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের।
বেশ কয়েকমাসের নৈরাজ্য ও সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দর কষাকষির পর গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়। ওইদিন বাণিজ্য উপদেষ্টার যুক্তি ছিল, করছাড়ের কারণে অন্তত ২ হাজার কোটি টাকা রাজস্ব হারায় সরকার। বর্তমান বাস্তবতায় যা অব্যাহত রাখা কঠিন। একইসঙ্গে বিশ্ববাজারের দোহাইও দেন তিনি।