মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘বস্টন পাবলিক’-এ শিক্ষক হ্যারি সিনেটের চরিত্রে অভিনয় করা অভিনেতা নিকি ক্যাট মারা গেছেন। গত ৮ এপ্রিল ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্কে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৪ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষকের অফিস থেকে অভিনেতা নিকি ক্যাটের মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছে।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করার পর ‘ড্যাজড অ্যান্ড কনফিউজড’ ও ‘বয়লার রুম’সহ কয়েকটি সিনেমায় কঠিন চরিত্রে অভিনয় করেছেন নিকি ক্যাট। পর্দায় চরিত্রাভিনেতা এবং খল-অভিনেতা হিসেবেই বেশি দেখা গেছে তাকে।