ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন ও আফগানিস্তান। রিখটার স্কেলে ফিলিপাইনের ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং আফগানিস্তানে ৫ দশমিক ৬।
বুধবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার (১৮ দশমিক ৬ মাইল)।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
মাইতুমের অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা গিলবার্ট রোলিফোর বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
এদিকে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১ লাখ ৮ হাজার জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে। ইএমএসসি প্রথমে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে জানিয়েছিল।
গত তিন দশকে কেবল ভূমিকম্পের কারণে আফগানিস্তানে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের।
সূত্র: এএফপি ও আনাদোলু