পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইউক্রেনের কিয়েভ, দিনিপ্রো, খারকিভ ও ক্রামাতোর্স্ক শহর লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনাবাহিনী। ড্রোনের আঘাতে আগুন ধরে অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
রুশ বাহিনীর হামলা প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনীও। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ইউক্রেন প্রতিদিনই রাশিয়ার বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য হামলা চালাচ্ছে।
এদিকে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে চীনা সেনা থাকার অভিযোগ তোলায় কিয়েভের ওপর ক্ষুব্ধ চীন। ভলোদিমির জেলেনস্কির এ দাবির জবাবে, দায়িত্বহীন মন্তব্য না করতে কিয়েভকে সতর্ক করেছে বেইজিং।