ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের উত্তর মাদলা গুচ্ছগ্রামে ভারতের বিএসএফের গুলিতে সাকিব মিয়া (১৮) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি কৃষক মোতালেব মিয়ার একমাত্র ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (৪ মে) সকাল সাড়ে ১১ দিকে এলাকার কিছু লোক তাকে কাজের কথা বলে ঘর থেকে নিয়ে যায়। তারা সীমান্ত এলকায় মাঠ থেকে গরু আনতে গিয়েছিল বিএসএফ বিনা উস্কানিতে বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে সকলকে লক্ষ করে একাধিক গুলি ছুঁড়ে চলে যায় এতে দুজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার রেফার করেন। অবস্থার অবনতি দেখে ঢাকার পপুলার হসপিটালে নেয়া হলে ডাক্তার সাকিব মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, তিনি চোরাকারী ছিলেন। মোটরসাইকেল নামাতে গিয়েছিল। একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তিনি ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থাগ্রহণের দাবি জানান স্থানীয়রা।