সারমিন জাহান: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা মানুষের মধ্যে কোনো বৈষম্য চাই না, মানুষকে তার কর্ম-শ্রম কিংবা শিক্ষা বা পেশাগত জীবন দিয়ে বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মাখলুকাত, দল-ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই, এমন বাংলাদেশই আমরা গড়তে চাই। আর সেই বাংলাদেশ কুরআন ও রাসুল (সা.) এর মাদানি শাসনব্যবস্থার মাধ্যমে সম্ভব।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা চাই, মালিকপক্ষ বুঝবে শ্রমিকেরা বাঁচলে তাদের শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। আবার শ্রমিকদেরও বুঝতে হবে উদ্যোক্তা বা মালিকপক্ষ বাঁচলে শ্রমিকেরাও বাঁচবে। কারণ আমার কর্মস্থলই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি দাবি কার কাছে করবো? এ জন্য উভয়পক্ষেরই এখানে দায় আছে।
তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাদের অধিকার উপেক্ষা করে বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয়। আর টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক-শ্রমিকদের সম্পর্ক উন্নয়ন করতে হবে। সত্যিকারার্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই তাহলে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে।