সারমিন জাহান: অস্থিরতা ও টেনশন না করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্য দিয়ে গেছেন, সে কারণে স্বাভাবিক আচরণ সবার কাছ থেকে আশা করবেন, সেটা ঠিক নয়।
সোমবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা এমন একটা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের এই অস্থিরতা ক্রমেই বিভিন্ন দিন বিভিন্নভাবে শিক্ষক-ছাত্রদের মধ্যে টেনশন দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে ছাত্রদেরও বুঝতে হবে। তাদের দাবি-দাওয়া থাকতে পারে, মতদ্বৈত থাকতে পারে কিন্তু সেটা সম্মানের সঙ্গে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে আলাপ-আলোচনার ক্ষেত্র তৈরি করতে হবে। এ কথাগুলো বিশেষভাবে বলছি, কারণ আপনাদের অধীনে শিক্ষার্থীরা রয়েছেন।
স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৭১ সালে আমি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। আমার সে সময়ের স্মৃতি কিছুটা মনে পরে। তার মধ্যে এখনকার কিছুটা মিল খুঁজে পাই। সে সময় আমাদের শিক্ষক-অভিভাবকেরা অনেক ধৈর্যের সঙ্গে আমাদের লালন-পালন করেছেন।